সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ধর্মপাশায় সুফল কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ  

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশায় সুফল কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ  

সুনামগঞ্জের ধর্মপাশায় স্কেলিং আপ ফোরকাস্ট বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ ‘সুফল’ এর পূর্বভাসভিত্তিক সাড়াদান কর্যক্রম এবং কার্য নির্ধারণ বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার (১১ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

এর সার্বিক সহযোগিতায় কেয়ার বাংলাদেশ, বাস্তবায়নে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, কারিগরি সহযোগিতায় রাইমস। 

ধর্মপাশা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামিম আহমেদ মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদ আহমেদ প্রজেক্টেট ম্যেনেজার সুফল। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, মৎস্য অফিসার মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা কানম, সমাজসেবা অফিসার মো. গিয়াসউদ্দিন, মধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, ধর্মপাশা থানার সেকেন্ড অফিসার সবুর, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ। 

এছাড়া বিভিন্ন ইউপির জনপ্রতিনিধি, শিক্ষক, ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা, এনজিও প্রতিনিধি, উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ